টিভি নাটকে নারী-পুরুষের মাঝে কোনো ঘনিষ্ঠ দৃশ্য দেখানো যাবে না বলে বিজ্ঞপ্তি জারি করেছে পাকিস্তানের ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি (পিইএমআরএ)।
শনিবার (২৩ অক্টোবর) পিইএমআরএ'র পক্ষ থেকে দেওয়া ওই নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করার কথাও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আলিঙ্গন, প্রেম, বিবাহ বহির্ভূত সম্পর্ক, অশ্লীল ও খোলামেলা পোশাক, বিছানার দৃশ্য এবং বিবাহিত দম্পতির ঘনিষ্ঠতার দৃশ্য ধারাবাহিক নাটকে দেখানো যাবে না। এছাড়া এসব বিষয়কে ইসলামি শিক্ষা ও পাকিস্তানি সমাজের সংস্কৃতি পরিপন্থী বলেও উল্লেখ করা হয়।
এই নির্দেশনা বাস্তবায়িত হলে পাকিস্তানে নাটকে আর ঘনিষ্ঠ কিংবা রোম্যান্টিক দৃশ্য দেখা যাবে না। যদিও এই খবর শুনে অনেকেই সমালোচনা, অসন্তোষ প্রকাশ করেছেন। তাদের মতে গল্পের কাঠামো নিয়ে নির্দেশনার পরিবর্তে উপাদান নিয়ে বিজ্ঞপ্তি জারি একটি অযৌক্তিক সিদ্ধান্ত।
আপনার মূল্যবান মতামত দিন: