বিমানবালা রূপে লাস্যময়ী অভিনেত্রী পরীমনি

সময় ট্রিবিউন | ২৬ অক্টোবর ২০২১, ০৪:৪৬

ছবিঃ সংগৃহীত

জমকালো আয়োজনে এবার জন্মদিন উদযাপন করেছেন পরীমনি। আয়োজন কেন্দ্র সাজিয়েছেন উড়োজাহাজের আদলে। ছিল উড়োজাহাজের আসন, ককপিট। নির্ধারিত সময়ের একটু পর ককপিট থেকে বেরিয়ে আসেন পরীমনি। গানের তালে নাচ করতে করতে বেরিয়ে আসেন তিনি।

রোববার (২৪ অক্টোবর) ছিল লাস্যময়ী অভিনেত্রী পরীমনির জন্মদিন। রাজধানীর একটি অভিজাত হোটেলে জন্মদিনের আয়োজন করেছেন তিনি।

কেক খাওয়ার পর্ব শেষ হওয়ার আগে কেক নিয়ে উল্লাসে মেতে উঠেন পরীমনি। অতিথিদের অনেকের গালে-গায়ে মাখিয়ে দেন কেক। পুরো আয়োজনে ছিল না উচ্ছ্বাসের কমতি।

সন্ধ্যায় বোর্ডি পাস নিয়ে পরীমনির ককপিটে আসেন অতিথিরা। ছেলেদের পরনে ছিল সাদা আর মেয়েরা পরেছিল লাল রঙের পোশাক। পুরো হল রুমে ছিল লাল আলোর ছড়াছড়ি।  



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর