বিখ্যাত লেখক জনে অস্টেনের জনপ্রিয় উপন্যাস ‘প্রাইড অ্যান্ড প্রিজুডিস’ এর অনুপ্রেরণায় নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘মান অভিমান’। নাটকটি দীপ্ত টিভিতে প্রচার হচ্ছে।
মঙ্গলবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় ৭টায় প্রচার হবে ৮০০তম পর্ব। এমনটাই জানিয়েছে টেলিভিশনটির জনসংযোগ বিভাগ। মধ্যবিত্ত একটি পরিবারের পাঁচটি মেয়েকে নিয়ে এ নাটকের গল্প। নাটকটির ৮০০তম পর্বে দেখা যাবে।
মান অভিমান নাটকে অভিনয় করেছেন তোফা হাসান, সমাপ্তি মাশুক, ইফফাত আরা তিথি, শিবলী নওমান, শাকিলা আক্তার, কাজী রাজু, মিলি বাশার, ইমিলা হক, শাহ আল দুলাল, আইরিন তানি, মুনমুন আহম্মেদ,জেবুন্নেছা সোবহান, রীনা রহমান প্রমুখ।
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: