জ্যাকুলিনকে ৫ ঘণ্টা ধরে জেরা

সময় ট্রিবিউন | ৩১ আগষ্ট ২০২১, ২১:৫৭

ছবি: ইন্টারনেট

অর্থপাচার মামলায় বলিউড তারকা জ্যাকুলিন ফার্নান্দেজকে ৫ ঘণ্টা জেরা করেছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

জানা যায়, আর্থিক প্রতারণার শিকার হয়েছেন তিনি। তাই তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

সোমবার (৩০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত চলে এই জেরা।

ইডির একটি সূত্র জানায়, ‘জ্যাকুলিন অভিযুক্ত নন, কিন্তু সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে মামলায় সাক্ষী হিসাবে জেরা করা হয় তাকে।’

কয়েক কোটি টাকা চাঁদা আদায় চক্রের সঙ্গে যোগাযোগ নিয়ে জ্যাকুলিনকে প্রশ্ন করা হয়। এই চক্রের সঙ্গে যুক্ত সুকেশ চন্দ্রশেখর নামে এক ব্যক্তি। তার বিরুদ্ধে ঘুষ গ্রহণ ও আর্থিক প্রতারণার অভিযোগ রয়েছে।

গত ২৪ অগস্ট চেন্নাইয়ে সুকেশের একটি ফ্ল্যাট ৮২ লাখ ৫০ হাজার রুপি এবং ১২টিরও বেশি গাড়ি পাওয়া যায়। পরে সেগুলো বাজেয়াপ্ত করে তদন্তকারী সংস্থা।

মাস কয়েক আগে ১৭৫ কোটি টাকা দিয়ে বিলাসবহুল বাসা কিনেছেন জ্যাকুলিন।

সমুদ্রের একদম সামনে তার সেই বাড়িতে প্রেমিকের সঙ্গে থাকবেন বলে জানা গেছে।এনডিটিভি।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর