‘সি ইউ নট ফর মাইন্ড’ ও ‘হ্যাভ আ রিল্যাক্স’ দুটি বাক্য বলা আলোচিত শ্যামল চন্দ্র বর্মণ (৩০)। বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যম ও ইউটিউবসহ ইন্টারনেট দুনিয়ায় ভাইরাল এই যুবক। সম্প্রতি সময়ে বিয়ে করেছেন শ্যামল দত্ত এবিষয়ে প্রশ্ন তুলতেই শ্যামল বলেন, বিয়ে করে প্যারার মধ্যে আছি। চলতি মাসের ১২ তারিখে বিয়ে করেছি।
এখন পর্যন্ত বউয়ের মুখ দেখতে পারিনি। বিয়ে উপলক্ষে আত্মীয়স্বজন বাড়িতে থাকায় সব কাজ তিন ভাই মিলে করতে হচ্ছে। যে কারণে ‘জাস্ট ইট ফর অনলি’ চেহারা একটু খারাপ হইছে।
ইংরেজি ছাড়া এবং ভুল বাক্যে কথা বলেন কেন, এমন প্রশ্নে তিনি বলেন, আমি আসলে ‘ইন আ হাউস টাইম’ ইংলিশ বলি আরকি। বাংলাদেশ রেলওয়ের বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি। তা ছাড়া বিভিন্ন জায়গা থেকে টুরিস্টরা স্টেশনে আসে, তাদের সঙ্গে কথা বলতে ‘সামথিং টু সামথিং টকিং’ করি।
করোনাভাইরাস বিষয়েও সতর্কতার ক্যাম্পেইন করেন শ্যামল। তিনি বলেন, করোনায় এই সময়ে আমরা অনেক গুণী ব্যক্তিকে হারিয়েছি। সবাই মাস্ক ব্যবহারের পাশাপাশি বাসায় যাওয়ার পর ভালোভাবে হাত-মুখ ধুয়ে খাবার টেবিলে বসার কথা বলেন।
তিনি বলেন, আমি যে ভাইরাল হয়েছি, এতে আমার কোনো অনুভূতি নাই। আগের যে শ্যামল দা আপনাদের মাঝে বেঁচে আছে, এখনো সেই শ্যামল দা আছে। যত দিন বাঁচব, শ্যামল হয়ে থাকব। আমার কোনো অহংকার বা ‘মুভমেন্ট’ বা কারও সাথে কোনো খারাপ সম্পর্ক নেই।
আমি ছোট-বড় ‘এভরিথিং’ যারা আছে, আমি সবাইকে সম্মান দিয়ে কথা বলি। আমি আগে থেকেই এমন। ভাইরাল হওয়ার সাথে সাথে না।
আপনার মূল্যবান মতামত দিন: