মাথা ঘোরা রোগে ভুগছেন পরীমণি

সময় ট্রিবিউন | ৪ আগষ্ট ২০২১, ১৯:১৩

ফাইল ছবি

চিত্রনায়িকা পরীমণি গুরুতর অসুস্থ। পরী জানান, অনেক দিন ধরেই তিনি ভার্টিগো রোগে ভুগছেন। এটি মূলত মাথা ঘোরা টাইপের একটি জটিল রোগ। ভার্টিগো হলো এমন একটি অসুখ বা অনুভূতি, যাতে আপনি বা আপনার চারপাশের পরিবেশ নড়াচড়া করছে বা ঘুরছে বলে মনে হবে! এটি ক্রমশ এত তীব্র হতে পারে যে ভারসাম্য বজায় রাখা এবং দৈনন্দিন কাজগুলো করা কঠিন হয়ে পড়ে।

পরীমণি জানান, গত লকডাউনের আগে ভারতে গিয়ে লম্বা সময় চিকিৎসাও করিয়েছেন। কিন্তু উন্নতি সেভাবে হয়নি। পরী বলেন, ‘রোগটি এখন মারাত্মক পর্যায়ে রয়েছে বলে আমি অনুভব করছি। সবার কাছে দোয়া চাই।’

লকডাউনের কারণে চিকিৎসার জন্য দেশের বাইরে গিয়ে চিকিৎসাও করতে পারছেন না। তবে জানালেন, আগের চিকিৎসাপত্র অনুসরণ করেই ওষুধ সেবন করছেন তিনি।

এদিকে লকডাউনের পুরোটা সময় বাসাতেই কাটিয়েছেন। এরই মাঝে তিনি প্রীতিলতা ছবির জন্য লুক সেটের কাজ করেন। এই মাসেই শুটিংয়ে যাওয়ার কথা ছিল। পরী বর্তমানে বাসাতেই বিশ্রামে রয়েছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর