৮১তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস জিতলেন যারা

বিনোদন ডেস্ক | ৮ জানুয়ারী ২০২৪, ২১:৩৭

৮১তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস জিতলেন যারা

অস্কারের পরই বিশ্বে মর্যাদাপূর্ণ চলচ্চিত্রবিষয়ক পুরস্কার গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস। বাংলাদেশ সময় ৮ জানুয়ারি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের বেভারলি হিলটন হোটেলে ঘোষণা করা হয়েছে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের ৮১তম আসরের বিজয়ীদের তালিকা। এবারের অনুষ্ঠান সঞ্চালনা করেছেন ফিলিপাইন বংশোদ্ভূত আমেরিকান স্ট্যান্ড-আপ কমেডিয়ান জো কয়।

এবার চলচ্চিত্র ও টেলিভিশন মিলিয়ে ২৫টি শাখায় ২০২৩ সালের সেরা অভিনয়শিল্পী, পরিচালক, গল্পকার, চিত্রনাট্যকার ও প্রযোজকদের পুরস্কার দেওয়া হয়েছে। তবে আজীবন সম্মাননা হিসেবে এবার সেসিল বি ডিমিল অ্যাওয়ার্ড ও ক্যারল বারনেট অ্যাওয়ার্ড দেওয়া হয়নি। এর পরিবর্তে যুক্ত হয়েছে নতুন দুটি বিভাগ। সেগুলো হলো সিনেম্যাটিক অ্যান্ড বক্স অফিস অ্যাচিভমেন্ট এবং টেলিভিশনের সেরা স্ট্যান্ড-আপ কমেডিয়ান। খবর দ্য গার্ডিয়ান ডটকম।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর