‌৫ বছর হল!

বিনোদন ডেস্ক: | ১৭ আগষ্ট ২০২৩, ০৯:১৩

সংগৃহীত ছবি

দক্ষিণী তারকা বিজয় দেবেরাকোন্ডা ও রাশ্মিকা মন্দনার প্রেম নিয়ে নেটিজেনদের জল্পনা-কল্পনা নতুন কিছু নয়। এবার সেই জল্পনায় ঘি ঢাললেন তারা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঁচ বছর পূর্তি উদযাপনের একটি ছবি শেয়ার করেছেন বিজয়। সেখানেই হাস্যজ্জল মুখে দেখা গেছে এই দুই তারকাকে।

তাহলে কি তাদের এত বছরের প্রেমের গুঞ্জন এবার সত্যি হল? এমন প্রশ্নের উত্তর অবশ্য পুরো পোস্টটি দেখলেই পাওয়া যাবে। মূলত বিজয়ের পোস্ট করা উদযাপনটি ছিল তাদের ‘গীত গোবিন্দম’ সিনেমার। মূলত পাঁচ বছর আগে ১৫ অগাস্টেই মুক্তি পেয়েছিল বিজয় ও রশ্মিকার এ ছবিটি। সেই কারণেই দুজনে একসঙ্গে এ বিশেষ দিনটা সেলিব্রেট করছিলেন।

বিজয় তার পোস্ট করা ছবির ক্যাপশনে লিখেছেন, ‘আজকের দিনে অনেক কিছু ঘটছে। প্রথমত, সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। দ্বিতীয়ত, আজ গীত গোবিন্দমের পাঁচ বছর পূর্তি। তৃতীয়ত, আজ কুশির মিউজিক কনসার্ট রয়েছে। তাই আমরা তৈরি।’

কিন্তু, কুশির মিউজিক কনসার্টে সামান্থা রুথ প্রভুর পরিবর্তে রশ্মিকা মন্দনাকে সঙ্গে নেওয়ার হিসেব মেলাতে পারছেন না ভক্তরা। কারণ সম্প্রতি বিয়ে প্রসঙ্গে নিজের মতামত বদলেছেন অভিনেতা।

এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমার মতে, বিয়ের আইডিয়াটা বেশ ভালো। এ নিয়ে খোলাখুলি কথা বলতে আমার কোনও আপত্তি নেই। আসলে বন্ধুদের বিয়ে হয়ে যাচ্ছে। সেগুলো দেখে আমি বেশ মজা পাচ্ছি।’

বিজয়ের এই সিদ্ধান্তে বেশ খুশি তার ভক্তরা। সবাই চাইছেন, তিনি যেন তার ব্যক্তিগত জীবন গুছিয়ে নেয়। কুশির ট্রেলার লঞ্চে বিজয় জানিয়েছেন যে, তিনি সামান্থা রুথ প্রভুকে বেশ পছন্দ করেন। স্যাম তার ক্রাশ। ফলে অনেকে ভাবছিলেন, সামান্থার সঙ্গে সম্পর্কে জড়াতে পারেন বিজয়।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর