চার্লি চ্যাপলিন কন্যা জোসেফিন আর নেই

সময় ট্রিবিউন ডেস্ক: | ২৩ জুলাই ২০২৩, ২২:০৫

সংগৃহীত ছবি

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বিশ্বখ্যাত কৌতুক অভিনেতা চার্লি চ্যাপলিনের কন্যা জোসেফিন চ্যাপলিন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

গত ১৩ জুলাই প্যারিসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভিনেত্রী। পরিবার সূত্রে এমনটাই জানানো হয়েছে।

বাবার পথ অনুসরণ করে খুব কম বয়সেই অভিনয় জগতে পা রাখেন জোসেফিন চ্যাপলিন। ১৯৫২ সালে বাবার হাত ধরে ‘লাইমলাইট’ ছবিতে শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন। জীবনের শেষ দিন পর্যন্ত পরিবারের সঙ্গেই থেকেছেন জোসেফিন।

১৯৪৯ সালের ২৮ মার্চ জন্মগ্রহণ করেন জোসেফিন। তিনি চার্লির তৃতীয় সন্তান ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর