মারাঠি অভিনেতা রবীন্দ্র মহাজানির মরদেহ উদ্ধার

সময় ট্রিবিউন ডেস্ক: | ১৬ জুলাই ২০২৩, ২১:২৭

সংগৃহীত ছবি

মারাঠি অভিনেতা রবীন্দ্র মহাজানির মরদেহ উদ্ধার করা হয়েছে তার পুণের তালেগাঁওয়ের ফ্ল্যাট থেকে।

শুক্রবার (১৫ জুলাই) অভিনেতার মরদেহ উদ্ধার হয়। পুলিশ রবীন্দ্রর এ মৃত্যুকে রহস্যজনক মনে করছে।

জানা যায়, আট মাস ধরে মুম্বাইয়ের এক আবাসনে একা থাকছিলেন রবীন্দ্র। কয়েকদিন ধরেই তার ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। শুক্রবার সাড়ে ৪টার দিকে প্রতিবেশীরা পুলিশকে খবর দেয়। এর পরেই অভিনেতার মরদেহ পাওয়া যায়।

মনে করা হচ্ছে, মরদেহটি পাওয়ার তিনদিন আগে মৃত্যু হয়েছে অভিনেতার। রবীন্দ্রের পরিবারকে তার মৃত্যুর বিষয়ে খবর দেওয়া হয়। আপাতত অভিনেতার দেহের পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর