যেখানে যাচ্ছি মেয়েরা এসে জেঁকে ধরছে: জায়েদ খান

বিনোদন ডেস্ক: | ১৩ জুলাই ২০২৩, ০২:১৩

সংগৃহীত ছবি

সম্প্রতি নিউ ইয়র্ক ও ভার্জিনিয়ায় দুটি অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাষ্ট্রে গেছেন জায়েদ খান। সেখানেও গিয়েও মেয়েদের মধ্যমণি হলেন এ নায়ক।

তবে নিউ ইয়র্কের অনুষ্ঠানে সমালোচনার কবলে পড়লেও ভার্জিনিয়ার দর্শকেরা তার নাচ উপভোগ করেছেন বলে জানান জায়েদ খান।

জায়েদ খান বলেন, ‘আসলে আমেরিকার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি। এখানে যেখানে যাচ্ছি মেয়েরা এসে জেঁকে ধরছে। প্রত্যেকেই আমার সঙ্গে ছবি তুলতে চায়। প্রথমে সিঙ্গেলে ছবি তোলে তারপর আবার গ্রুপ ফটো তোলে। এত মেয়ের সঙ্গে ছবি তুলতে গেলে কত সময় খরচ হয়! অবশ্য আমার খারাপ লাগছে না। আমার সঙ্গে ছবি তুলে আনন্দ পেলে সেটা আমার জন্যও আনন্দের।’

শুধু জায়েদ খানই নন, বর্তমানে মার্কিন মুলুকে অবস্থান করছেন শাকিব খান, পূজা চেরি, তাসনিয়া ফারিণ, অপূর্ব, মেহজাবীন চৌধুরীসহ ছোট ও বড় পর্দার আরও অনেক তারকা।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর