যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে শুটিংয়ের সময় আহত হয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান। এসময় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে সঙ্গে সঙ্গে একটি ছোট অস্ত্রোপচার করা হয়।
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘লস অ্যাঞ্জেলেসে শুটিং সেটে ছিলেন কিং খান । এসময় তার নাকে আঘাত পান এবং রক্ত বের হতে থাকে। সঙ্গে সঙ্গে তার টিমের লোকজন তাকে হাসপাতালে নিয়ে যায়। তখন রক্ত বন্ধ করার জন্য তাৎক্ষণিকভাবে ছোট একটি অস্ত্রোপচার করায়। তার নাকে ব্যান্ডেজ করা হয়েছে।’
কিং খান বর্তমানে ভারতে অবস্থান করছেন বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: