করোনামুক্ত হলেন রণবীর কাপুর

সময় ট্রিবিউন | ৩১ মার্চ ২০২১, ০১:০৩

বলিউড অভিনেতা রণবীর। ফাইল ছবি

করোনামুক্ত হয়েছেন বলিউড অভিনেতা রণবীর। গত শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর চাচা রণধীর কাপুর।

এর আগে গত ৯ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন বলিউড তারকা রণবীর কাপুর। এ অভিনেতার করোনায় আক্রান্ত হওয়ার খবর ইনস্টাগ্রামে জানিয়েছিলেন তাঁর মা নীতু কাপুর।

ভারতের এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রণধীর জানিয়েছেন, রণবীর করোনামুক্ত। তিনি বলেন, ‘রণবীর এখন পুরোপুরি সুস্থ। আমার সঙ্গে তার দেখা হয়েছে।’

তবে রণবীর যে সুস্থ হয়ে উঠেছেন, তার আভাস ভক্তরা আগেই পেয়েছিলেন।

রণবীরের বোন রিধিমা কাপুর সাহানি গত বৃহস্পতিবার একটি ছবি পোস্ট করেন তাঁর ভক্তদের জন্য। সেখানে দেখা যায়, মাস্ক পরে রয়েছেন রিধিমা এবং তাঁর পাশে চশমা পরে বসে আছেন রণবীর। প্রয়াত অভিনেতা ও রণবীর-রিধিমার বাবা ঋষি কাপুরের আত্মার শান্তি কামনায় পূজার আয়োজন করেছিল কাপুর পরিবার। সেখানেও উপস্থিত ছিলেন রণবীর। আক্রান্ত হওয়ার পর বাড়িতেই কোয়ারেন্টিনে ছিলেন রণবীর। চিকিৎসকদের পরামর্শ মেনে চলেছেন। বড় রকমের কোনো শারীরিক অসুস্থতা ছিল না তাঁর।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর