রাজের নতুন চমক ‘ইনফিনিটি ২’

বিনোদন ডেস্ক: | ১১ জুন ২০২৩, ০৫:৩৯

সংগৃহীত ছবি

দীর্ঘদিন বিরতির পর ‘ইনফিনিটি ২’ নামের ওয়েব সিরিজ নিয়ে নতুন চমক দেখাবেন চিত্রনায়ক শরিফুল রাজকে। আসন্ন ঈদে ওটিটি প্ল্যাটফর্মে দেখা দিবেন অভিনেতার সিরিজটি।

জানা গেছে, ‘ইনফিনিটি ২’ নামের ওয়েব সিরিজ দিয়ে ছোট পর্দায় কামব্যাক করছেন রাজ। সাতপর্বের নতুন এই সিজনের চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ম্যাক্স রহমান। এটি নির্মাণ করেছেন মেহেদি হাসিব।

এরই মধ্যে সিরিজটির প্রায় ১ মিনিট দৈর্ঘ্যের টিজারটিতে অ্যাকশন অবতারে ধরা দিয়েছেন রাজ।

তিনি বলেন, “এই ওয়েব সিরিজটির গল্প দর্শক পছন্দ করবে বলে আমার ধারণা। দীর্ঘদিন আমার নতুন কোনো কাজ আসেনি। ‘ইনফিনিটি ২’ ওয়েব সিরিজের মাধ্যমে দর্শকেরা আবার আমাকে খুঁজে পাবে। দেখার পর তাদের মতামতের অপেক্ষায় থাকলাম। এখন এর বেশি কিছু বলতে চাাচ্ছি না।”

ওয়েব সিরিজটি আসছে ঈদে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পাবে।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর