আমি সুস্থ আছি: সাফা কবির

বিনোদন ডেস্ক: | ১০ জুন ২০২৩, ০৪:০০

অভিনেত্রী সাফা কবির

সম্প্রতি ছোট পর্দার অভিনেত্রী সাফা কবিরের মৃত্যুর গুজব ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর এতে বেশ বিব্রতকর অবস্থায় পড়েছেন অভিনেত্রী।

বিষয়টি নিয়ে শুক্রবার দুপুরে নিজের ভেরিফ্যায়েড ফেসবুক পেইজে একটি স্ট্যাটাস দিয়েছেন সাফা কবির।

পোস্টে লিখেছেন, ‘হ্যালো এভ্রিওয়ান। সবাইকে ছুটির দিনের শুভেচ্ছা। একটি ভুল পোস্টে আমাকে অনেকেই ট্যাগ করছেন। নামের সাথে মিল থাকায় অনেকেই আমাকে নিয়ে দুশ্চিন্তা করছেন। না জেনে এভাবে প্যানিক ছড়ানোটা ঠিক না। এতে আমাকে বিড়ম্বনায় পড়তে হয়েছে, বিব্রত হতে হয়েছে। আমি আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় সুস্থ আছি, ভালো আছি। আমার জন্য সবাই দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ সবার ভালো করুক, আমিন।’

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে বনানীর একটি বাসা থেকে শাহরিয়ার কবিরের মেয়ে অর্পিতা শাহরিয়ার কবিরের মরদেহ উদ্ধার করা হয়। এরপর থেকেই এ গুঞ্জন চাউর হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর