ফের দুই বছরের জন্য চুক্তিতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোহাম্মদ লিয়াকত আলী লাকী।
বুধবার (২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বর্তমান চুক্তির ধারাবাহিকতা ও একই শর্তে ১৩ এপ্রিল বা যোগদানের তারিখ থেকে এ নিয়োগের আদেশ কার্যকর হবে।
এর আগের মেয়াদ শেষে ২০২০ সালের ১৩ এপ্রিল থেকে চুক্তিতে তিন বছরের জন্য শিল্পকলা একাডেমির ডিজি নিয়োগ পেয়েছিলেন লিয়াকত আলী। তার সেই চুক্তির মেয়াদ আগামী ১২ এপ্রিল শেষ হবে।
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: