মুক্তি পেলো হিরো আলমের ইসলামি গান

বিনোদন ডেস্ক: | ২৭ মার্চ ২০২৩, ০৬:৩০

সংগৃহীত ছবি

পবিত্র রমজান মাস উপলক্ষ্যে ‘মাহে রমজান’ শিরোনামে একটি গান মুক্তি দিলেন হিরো আলম।

রোববার (২৬ মার্চ) দুপুরে তার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পেয়েছে। গানটির কথা ও সুর করছেন আব্দুল কাদির হাওলাদার।

গানটির বিষয়ে হিরো আলম গণমাধ্যমকে বলেন, সব সময় নতুন কিছু করতে চেষ্টা করে যাচ্ছি। সেই ধারাবাহিকতায় পবিত্র রমজান মাসে ‘মাহে রমজান’ নামে একটা ইসলামি গান মুক্তি দিলাম আজকে। আশা করছি আমার এ ইসলামি গানটি আমার দর্শক-শ্রোতারা সাদরে গ্রহণ করবেন। তার পাশাপাশি সবাইকে গানটি শোনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।

তিনি আরও বলেন, সামনের দিনগুলতে আরও ইসলামি গানে কণ্ঠ দেওয়ার পরিকল্পনা আছে। আর আমি যার সঙ্গে কাজ করছি তিনি অনেক ইসলামি গানের গীতিকার, সুরকার ও সংগীত আয়োজক।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর