ইফতারের আয়োজন করে ট্রলের শিকার রাখি

সময় ট্রিবিউন ডেস্ক: | ২৭ মার্চ ২০২৩, ০৬:০৮

সংগৃহীত ছবি

ভারতের বিগ বস ও ড্রামা কুইন খ্যাত তারাকা রাখি সাওয়ান্ত সব সময় খবরের শিরোনামে থাকতে পছন্দ করেন। তবে কাজের চেয়ে বেশি ব্যক্তিগত জীবন নিয়েই আলোচনায় থাকেন এ তারকা।

সম্প্রতি রমজান উপলক্ষে ইফতার পার্টির আয়োজন করে আবারও আলোচনার কেন্দ্রবিন্দু রাখি। শনিবার (২৫ মার্চ) রোজা রেখে কাছের বন্ধু-বান্ধবদের নিয়ে নিজ বাড়িতে ইফতার পার্টির আয়োজন করেন তিনি।

আর সেই আয়োজনের ছবি-ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে রীতিমতো ট্রলের শিকার এ অভিনেত্রী।

পোস্ট করা সেই ভিডিওটিতে দেখা যায়, সামনে থালায় সাজানো ফল ও অন্যান্য খাবার। সবার সঙ্গে ইফতারের আগে মোনাজাত করে সবার জন্য দোয়া করেন রাখি। শুধু তাই নয়, এ সময় হিজাব পরেছিলেন রাখি। সেই হিজাব বাতাসে মাঝে মাঝে উড়ে যেতে চাইলে অভিনেত্রী তা টেনে বার বার ঠিক করে নেন। বাতাসে হিজাব উড়ে যাওয়ার সেই ভিডিও দেখে বিভিন্ন ধরনের মন্তব্য করেন নেটিজনরা।

প্রসঙ্গত, ২০২৩ সালে জীবনের প্রথম রোজা পালনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে শেয়ার করে রাখি ক্যাপশনে লিখেছিলেন, ‘আমার প্রথম রোজা।’ সঙ্গে আদিল দুরানির সঙ্গে বিয়ের ছবি পোস্ট করেছিলেন তিনি। যা নিয়ে অনেক আলোচনা-সমালোচনা এখনও চলছে।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর