ঢালিউডের প্রভাবশালী অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল শুক্রবার (২৪ মার্চ) রাতে চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন।
এ বিষয়ে অভিনেতা বলেন, বাম চোখে একটু ঝাপসা দেখা দেওয়ার কারণে সিঙ্গাপুর এসেছি। তাছাড়া শারীরিক অন্য চেকআপও করাবো। আগামী ৪ এপ্রিল দেশে ফিরবো বলে আশা করছি।
ডিপজল আরও বলেন, আমার ভক্ত ও দর্শকদের কাছে দোয়া চাচ্ছি। যাতে সুস্থভাবে ফিরে আসতে পারি।
প্রসঙ্গত, আসন্ন ঈদে মজার গল্প নিয়ে নির্মিত ডিপজলের ‘যেমন জামাই তেমন বউ’ সিনেমাটি মুক্তি পাবে। সিনেমাটি পরিচালনা করেছেন মনতাজুর রহমান আকবর।
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: