শাকিবের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, মুখ খুললেন বুবলী

বিনোদন ডেস্ক: | ২০ মার্চ ২০২৩, ০৩:১৩

সংগৃহীত ছবি

ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিব খানের বিরুদ্ধে ধর্ষণ এবং পেশাগত দায়িত্ব পালনে অবহেলা নিয়ে অভিযোগ করেন প্রযোজক রহমত উল্লাহ।

আর তাই শনিবার (১৮ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে প্রযোজকের বিরুদ্ধে মানহানি মামলা করতে শাকিব খান গুলশান মডেল থানায় গেলে তাকে আদালতে মামলা করার পরামর্শ দেওয়া হয়।

এরই ধারাবাহিকতায় রোববার (১৯ মার্চ) শাকিবের অস্ট্রেলিয়া ইস্যুতে মুখ খুললেন শবনম বুবলী। ‘সুপার হিরো’ ছবির নায়িকা হিসেবে তিনিও এ ঘটনায় প্রাসঙ্গিক।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবিসহ করা এক পোস্টের মাধ্যমে বুবলী জানান, ২০১৮ সালে হার্টবিট কথাচিত্র প্রযোজিত “সুপারহিরো”
সিনেমার শুটিংয়ে অস্ট্রেলিয়ায় নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) রাজ্য সরকারের তখনকার সংস্কৃতিমন্ত্রী রে উইলিয়ামস রাজ্য সংসদ ভবনের নিজ কার্যালয়ে বাংলাদেশের সুপারস্টার শাকিব খানসহ আমাদের মধ্যাহ্নভোজের আমন্ত্রণ জানিয়েছিলেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন রাজ্যের তখনকার সড়ক ও নৌপথমন্ত্রী মেলিন্ডা পেভে, স্থানীয় ফর্মার কাউন্সিলর মোহাম্মদ জামান, ক্যান্টারবেরি ব্যাংকসটাউন সিটি কাউন্সিলর সাজেদা আক্তার সানজিদা, কনসালটেন্ট রেমন্ড সোলায়মান, পরিচালক আশিকুর রহমানসহ অনেকে।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রীর আতিথেয়তায় আমরা বেশ মুগ্ধ হয়েছিলাম।

ছবিটির অস্ট্রেলিয়ায় আমাদের শুটিংয়ের ব্যাপারে তারা অনুমতি দেওয়ার পাশাপাশি নানাভাবে সহযোগিতা করেছেন। এর জন্য আমরা কৃতজ্ঞতাও প্রকাশ করেছি। “সুপার হিরো” ছবির মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার বিভিন্ন দর্শনীয় স্থান আমাদের দর্শকদের সামনে তুলে ধরছি, এর জন্য দুজন মন্ত্রী আমাদের ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি দুই দেশের সাংস্কৃতিক বিনিময়ে অস্ট্রেলিয়ার সরকারের পক্ষ থেকে যেকোনো সহযোগিতা করার আশ্বাস তাঁরা দিয়েছেন।

মোট কথা বুবলী তার করা পোস্টের মাধ্যমে বুঝাতে চেয়েছেন যে, অস্ট্রেলিয়া সফরের অভিজ্ঞতা তিক্ত নয়, বরং সুন্দর ছিল।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর