রানির ছবিতে নরওয়ের রাষ্ট্রদূতের আপত্তি

বিনোদন ডেস্ক: | ১৮ মার্চ ২০২৩, ২০:২৫

সংগৃহীত ছবি

বলিউড অভিনেত্রী রানি মুখার্জির অভিনীত ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবিটির গল্প নিয়ে আপত্তি তুললেন ভারতে থাকা নরওয়ের রাষ্ট্রদূত হ্যান্স জেকব ফ্রাইডেনলুন্ড।

শুক্রবার (১৭ মার্চ) ছবিটি মুক্তি পায়। মুক্তির দিনই নিজের আপত্তির কথা জানান রাষ্ট্রদূত।

এ ব্যাপারে নরওয়ের রাষ্ট্রদূত বলেন, ‘একজন নরওয়েজিয়ান হিসেবে আমার কর্তব্য পরিষ্কার করে দেওয়া যে, ছবিটিতে তথ্যগত ভুল রয়েছে। এই ছবিতে দুই দেশের সাংস্কৃতিক পার্থক্য দেখানো হয়েছে, সেটাও সম্পূর্ণ সত্য নয়।’

ছবিতে ব্যবহার করা তথ্যের বিরোধিতা করে নরওয়েজিয়ান দূত বলেন, ‘আমি এই তথ্য মানতে পারছি না। মা তার সন্তানকে হাত দিয়ে খাওয়াবে কিংবা এক বিছানায় বাচ্চার সঙ্গে শোবে বলে সন্তানকে মায়ের কোলছাড়া করবে রাষ্ট্র, এটা কোনো দেশেই হয় না। এই ছবিটি দেখতেই অস্বস্তি হচ্ছিল। আমার ভাবতেও খারাপ লাগছে আমার ভারতীয় বন্ধুরা ভাববে, নরওয়ের বাসিন্দারা কঠোর, যাদের হৃদয় নেই। যদিও সত্য মোটেও তেমন নয়।’

নরওয়ের রাষ্ট্রদূতের এমন অভিযোগ ও আপত্তির পাল্টা জবাব দিয়ে সাগরিকা চট্টোপাধ্যায় বলেন, ‘আমি নরওয়ের রাষ্ট্রদূতের মন্তব্যের আপত্তি জানাচ্ছি। আমার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছেন। এত বছর পরও নরওয়ে সরকার আমার কাছে ক্ষমা পর্যন্ত চায়নি। তারা আমার জীবন নষ্ট করেছে, আমার সম্মান নষ্ট করেছে। আমার সন্তানরা এখনও ওই ঘটনার স্মৃতি বয়ে বেড়াচ্ছে।’



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর