চলে গেলেন অভিনেতা সমীর খাখর

বিনোদন ডেস্ক: | ১৬ মার্চ ২০২৩, ০০:২৩

সংগৃহীত ছবি

ফের ভারতের বিনোদন জগতে নক্ষত্রের পতন। পরপারে পাড়ি জমিয়েছেন প্রবীণ অভিনেতা সমীর খাখর। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

জানা গেছে, শ্বাসকষ্ট ও অন্যান্য চিকিৎসাজনিত সমস্যায় ভুগছিলেন। মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে তার শ্বাসকষ্ট শুরু হয়। এরপর সমীরকে বোরিভলির এমএম হাসপাতালে ভর্তি করা হয়, সেখানেই বুধবার (১৫ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

অভিনেতার ভাই গণেশ ভারতীয় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি ই-টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন। সেই সময় হঠাৎই অজ্ঞান হয়ে পড়েন। আমরা ডাক্তার ডেকেছিলাম বাড়িতে। এবং তিনি দাদাকে হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দেন। তার হার্ট কাজ করছিল না। প্রস্রাবের সমস্যাও ছিল। ভেন্টিলেটরে রাখা হয়েছিল হাসপাতালে। সেখানেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।’

বুধবারই বোরিভালির বাভাই নাকা শ্মশানে সমীরের শেষকৃত্য অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর