চলে গেলেন পরিচালক জোসেফ

বিনোদন ডেস্ক: | ২৮ ফেব্রুয়ারী ২০২৩, ০৩:০২

পরিচালক জোসেফ মনু জেমস (ফাইল ছবি)

ভারতের দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে যেন চলছে মৃত্যুর মহড়া। একের পর এক মৃত্যুতে স্তব্ধ ফিল্ম ইন্ড্রাস্টি। তেলেগু অভিনেতা নন্দামুরি তারকা রত্ন ও তামিল অভিনেতা আর মায়িলসামির পর এবার মারা গেছেন কেরালার পরিচালক জোসেফ মনু জেমস। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩১ বছর।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে এর্নাকুলাম জেলার আলুভারের একটি হাসপাতালে মারা যান এ তরুণ পরিচালক।

ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, রোববার (২৬ ফেব্রুয়ারি) কোট্টায়ামের কুরাভিলাঙ্গাদের একটি গির্জায় জোসেফের শেষকৃত্যের আয়োজন করা হয়।

জানা যায়, জোসেফের প্রথম সিনেমা ‘ন্যান্সি রানি’তে অভিনয় করেছেন অহনা কৃষ্ণা এবং অর্জুন অশোকন। যেটি শিগগিরই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল। বর্তমানে পোস্ট প্রোডাকশনের পর্যায়ে ছিল এই সিনেমা। এতে অভিনয় করেছিলেন অহনা কৃষ্ণকুমার, অর্জুন অশোকন ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ অভিনয় করেছেন অজু ভার্গিস, শ্রীনিবাসন, ইন্দ্রানস, সানি ওয়েন, লেন, লালদের মতো সিনিয়র অভিনেতারা।

এমন সময়ে পরিচালকের মৃত্যুর খবরে বড় আঘাত হেনেছে সিনেমার সব সদস্যদের মনে। অহনা ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘শান্তিতে বিশ্রাম নিন মনু! আপনার সঙ্গে এমনটা হওয়া উচিত হয়নি!’ অজু শোক প্রকাশ করে ইনস্টাগ্রামে লিখেছেন, ‘খুব তাড়াতাড়ি চলে গেলে ভাই।’



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর