শিরোনামহীনের রজতজয়ন্তীর ফাইনাল কনসার্ট আজ

বিনোদন ডেস্ক | ৯ সেপ্টেম্বর ২০২২, ০১:৫৬

সংগৃহীত

দেশের জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীনের রজতজয়ন্তী উদ্‌যাপনের চূড়ান্ত কনসার্ট অনুষ্ঠিত হবে আজ বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর)। এই কনসার্টের মধ্য দিয়ে নিজেদের ২৫ বছর পূর্তি উদ্‌যাপনে সমাপ্তি ঘটাবে ব্যান্ডটি।

আইসিসিবির ৪ নম্বর মিলনায়তনে সন্ধ্যা ৬টায় শুরু হবে মনোরম এই কনসার্ট। যেখানে থাকবে নানান চমক। এতে শিরোনামহীনের সঙ্গে মঞ্চে আরও পারফর্ম করবেন বাপ্পা মজুমদার, সুমন, রাফা, শিশির আহমেদ, পলাশ নূর, সৈয়দ জিয়াউর রহমান, লিংকনসহ বিভিন্ন ব্যান্ডের ২১ শিল্পী।

ইচ্ছা থাকলে করোনার কারণে গত বছর রজতজয়ন্তী উদ্‌যাপন করতে পারেনি শিরোনামহীন। এ বছর দেশ ও দেশের বাইরে বেশ কয়েকটি কনসার্টের মধ্য দিয়ে ২৫ বছর পূর্তি উদযাপন করছেন তারা। প্রকাশ করেছেন নতুন গান এবং ভিডিও। সেই আয়োজনেরই ইতি টানা হচ্ছে আজকের এই মেগা কনসার্ট দিয়ে।

এতে শিরোনামহীন গান করবে ঢাকা সিম্ফোনি অর্কেস্ট্রাকে সঙ্গে নিয়ে। কনসার্টের জন্য ভারত থেকে সংগীত প্রস্তুত করে পাঠিয়েছে মুম্বাই সিম্ফোনি অর্কেস্ট্রা।

শিরোনামহীন ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য জিয়াউর রহমান বলেন, ‘গত ২৫ বছর ধরে সঙ্গে থাকার জন্য শ্রোতা-ভক্তদের কাছে আমরা কৃতজ্ঞ। তাদের ভালোবাসার কারণেই আমরা আজকের এই অবস্থানে এসে পৌঁছাতে পেরেছি। ধন্যবাদ জানাই এতগুলো বছর যারা আমাদের নানাভাবে সহায়তা করেছেন, পাশে থেকেছেন। সবার ভালোবাসা নিয়ে আমরা এভাবে এগিয়ে যেতে চাই।’

উল্লেখ্য, দেশের জনপ্রিয় রক, প্রোগ্রেসিভ রক ও অল্টারনেটিভ রক ব্যান্ড ‘শিরোনামহীন’ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ১৯৯৬ সালের ১৪ এপ্রিল। গত ১৪ এপ্রিল পূর্ণ হয় তাদের সিলভার জুবিলি।

শিরোনামহীনের বর্তমান সদস্যরা হলেন-জিয়া রহমান (গীতিকার-সুরকার-বেস-চেলো-সরোদ), কাজী আহমাদ শাফিন (ড্রাম-সরোদ-বাঁশি), দিয়াত খান (লিড), শেখ ইশতিয়াক (কণ্ঠ) ও সাইমন চৌধুরী (কিবোর্ড)।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর