বিতর্ক পিছু ছাড়ছে না অনন্ত জলিলের। ‘দিন: দ্য ডে’ ছবিটি মুক্তির আগে এর বাজেট ১০০ কোটি টাকার বেশি বলার পর থেকেই আলোচনা ও বিতর্ক তৈরি হয়। গত ঈদুল আজহায় মুক্তি পাওয়া ছবিটির এরই মধ্যে দেশের বেশির ভাগ প্রেক্ষাগৃহ থেকে প্রদর্শন বন্ধ হয়ে গেছে।
এই ছবির পরিচালক মুর্তজা অতাশ জমজমের ইনস্টাগ্রাম পোস্ট থেকে জানানো হয়, ছবির বাজেট ৪ কোটি টাকা! এর পর থেকে অনন্ত জলিলকে নিয়ে সমালোচনা তৈরি হয়। অতাশ জমজমের চুক্তিপত্র সবার সামনে প্রকাশ ও চার কোটি টাকা বাজেটের খবরটি জানানোর কয়েক দিন পর আনুষ্ঠানিক বক্তব্য দিলেন অনন্ত জলিল। প্রথম আলোকে পাঠানো এক বার্তায় অনন্ত জলিল বলেন, ‘এটা যৌথ প্রযোজনার মুভি, দুটি দেশের মধ্যে। সুতরাং বাংলা কোনো অ্যাগ্রিমেন্ট গ্রহণযোগ্য হয় কি না, তা আপনাদের সবারই জানা। আমি হলফ করে বলতে পারি। এই অ্যাগ্রিমেন্ট সম্পূর্ণভাবে বানোয়াট।’
কথায়–কথায় অনন্ত জলিল এ–ও জানালেন, চাইলে তিনি এই কথাগুলো আরও আগেই বলতে পারতেন। তবে তিনি মাঝের কয়েক দিন অপেক্ষা করেছেন তাঁর ভক্ত ও মিডিয়ার আচরণ দেখারজন্য। যা দেখে তিনি হতাশ ও ক্ষুব্ধ হয়েছেন।
এরপর তিনি মূলত ক্ষোভ প্রকাশ করেন সেসব মানুষ ও সংগঠনের প্রতি, যাদের তিনি বিভিন্ন সময় আর্থিক সহায়তা করেছেন।
অনন্ত বলেন, ‘যেকোনো দুর্যোগ হলে অনন্ত ঝাঁপিয়ে পড়ে। কারও বিপদ হলে অনন্ত ছুটে যায়। মানুষের সহযোগিতায় ঝাঁপিয়ে পড়ে। আমার ফ্যান ক্লাব হয়েছে। কয়েক দিন আগেও তাদের ২৫ লাখ টাকা দিয়েছি। কিছুদিন আগে সিলেটে ৩০ লাখ দিয়েছি বন্যার জন্য। ঢাবিতে বন্যার্তদের জন্য পাঁচ লাখ দিলাম। করোনার সময় আমি বস্তিতে বস্তিতে ঘুরেছি। আমার ওয়াইফ তার বাচ্চাদের নিয়ে সাহায্য দিয়েছে। জেলায় জেলায় ঘুরে বেড়িয়েছি মানুষের পাশে দাঁড়ানোর জন্য। নিজের জীবনের মায়া করিনি।
বাংলাদেশের শুটিং খরচ ছাড়া বিদেশের কোনো শুটিং খরচই আমার দেওয়ার কথা না, আমাদের ট্রাভেলিং কস্ট ছাড়া, এয়ার টিকিট ছাড়া। সেখানে ১ কোটি টাকা লাগল বা ৪ কোটি টাকা লাগল, সেটা তো মিস্টার মুর্তজার দেখার বিষয় না। সেখানে আমি তাঁকে ডলার দিব, এই প্রশ্ন উঠবেই–বা কেন?
আমরা যখন বিদেশে শুটিংয়ে যাই, মুর্তজা আমাদের অনেক সম্মান দিয়েছেন, ফাইভ স্টার হোটেলে রেখেছেন, এমনকি তাঁর বাসায়ও দুই দিন আমাদের ফুল টিমকে দাওয়াত দিয়েছেন। আমি ঠিক একই রকমভাবে ইরানের ১৭ জনের টিমকে সোনারগাঁও হোটেলে রাখি ১৮ দিন এবং অনুরূপ সম্মান আমরাও দিয়েছি তাদের ফুল টিমকে। মুর্তজার সাথে আমার কখনো কোনো মতভেদ বা খারাপ সম্পর্ক হয় নাই।
মুভি রিলিজের আগ পর্যন্ত আমার ও মুর্তজার সাথে কখনোই কোনো খারাপ সম্পর্ক ছিল না, আমি আশা করি, আগামীতেও থাকবে না। যাঁদের স্বার্থের জন্য এই ষড়যন্ত্র করেছেন, তাঁদের মুখোশ একদিন ঠিকই মিস্টার মুর্তজাই প্রকাশ করবেন বলে আমার আত্মবিশ্বাস।
আপনার মূল্যবান মতামত দিন: