রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারীদের জন্যে সাপ্তাহিক ২ ট্রেনের ছুটি বাতিল করেছে পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ।
এছাড় পরীক্ষার্থীদের রাজশাহীতে আসা-যাওয়ার জন্য ট্রেনে অতিরিক্ত কোচ যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার রাতে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ভর্তি পরীক্ষা উপলক্ষে সিল্কসিটি এক্সপ্রেসের ৩ অক্টোবরের সাপ্তাহিক বন্ধ এবং তিতুমীর এক্সপ্রেসের ৬ অক্টোবরের সাপ্তাহিক বন্ধ বাতিল করা হয়েছে। রাবির ভর্তি পরীক্ষা সামনে রেখে নেওয়া এই সিদ্ধান্ত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভোগান্তি কমানোর পাশাপাশি শিক্ষার্থীদের যাতায়াতে সুবিধা হবে এবং পরিবহন ব্যয়ও কিছুটা কমবে।
তিনি জানান, পরীক্ষা চলাকালে ২ অক্টোবর থেকে বনলতা এক্সপ্রেস, সিল্কসিটি এক্সপ্রেস, পদ্মা এক্সপ্রেস ও ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে অতিরিক্ত একটি করে শোভন চেয়ার কোচ যুক্ত থাকবে।
এ ছাড়া একই দিন থেকে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে অতিরিক্ত একটি স্লিপার কোচ এবং একটি শোভন চেয়ার কোচ যুক্ত থাকবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৪ অক্টোবর শুরু হয়ে চলবে ৬ অক্টোবর পর্যন্ত। ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন ১ লাখ ২৭ হাজার ৬৪৬ জন শিক্ষার্থী।
আপনার মূল্যবান মতামত দিন: