দ্বিতীয় দিনের মতো আমরণ অনশনে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

সিরাজগঞ্জ প্রতিনিধি | ৩০ সেপ্টেম্বর ২০২১, ২১:১৭

ছবিঃ সংগৃহীত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ১৪ শিক্ষার্থীর মাথার চুল কেটে দেওয়ার ঘটনায় অভিযুক্ত শিক্ষক ফারহানা ইয়াসমিন বাতেনকে বিশ্ববিদ্যালয় থেকে চাকরিচ্যুত করার দাবিতে দ্বিতীয় দিনের মতো আমরণ অনশন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাকে বিশ্ববিদ্যালয় থেকে চাকরিচ্যুত না করা পর্যন্ত এই অনশন চলবে বলেও জানিয়েছেন শিক্ষার্থীরা। 

এদিকে এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র অধ্যায়ন বিভাগের চেয়ারম্যান লায়লা ফেরদৌস হিমেলকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে যত দ্রুত সম্ভব তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। 

বুধবার (২৯ সেপ্টেম্বর) রাত ৯টায় শেষ খবর পাওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভেতরে সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যায়ন বিভাগের শিক্ষার্থীরা ছাড়াও অন্যান্য বিভাগের আরও কিছু শিক্ষার্থী আমরণ অনশন কর্মসূচিতে যোগ দিয়েছেন। 

বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র অধ্যায়ন বিভাগের চেয়ারম্যান ও তদন্ত কমিটির প্রধান লায়লা ফেরদৌস হিমেল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর