মধ্যরাতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪) পরিচয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
বনি আমিন ফকির নামে বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি বিভাগের দ্বিতীয় বর্ষের ওই শিক্ষার্থীকে মঙ্গলবার রাতে জাবি ক্যাম্পাসের পাশ্ববর্তী গেরুয়া এলাকার একটি মেস থেকে তুলে নিয়ে যাওয়া হয়।
ক্যাম্পাস বন্ধ থাকায় গেরুয়া এলাকায় একটি মেসে ভাড়া থাকতেন।
ওই মেসের তন্ময় নামের এক শিক্ষার্থী জানান, র্যাব-৪ পরিচয় দিয়ে কয়েকজন মেসে ঢুকে তাদের আলাদা একটি কক্ষে রেখে বনি আমিনের কক্ষে তল্লাশি চালান। এরপর বনি আমিনকে গাড়িতে তোলেন। মেসের অন্যান্যরা তাদের বাঁধা দিয়ে পরিচয় জানতে চাইলে এবং প্রক্টর বা প্রভোস্টকে জানিয়ে নিতে বললে তারা কারও সঙ্গে কথা না বলে, মেসের সবাইকে ভয়ভীতি দেখিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন।
তবে এ বিষয়ে র্যাব-৪-এর কমান্ডিং অফিসার মোজাম্মেল হক কিছু জানেন না বলে মন্তব্য করেছেন।
আপনার মূল্যবান মতামত দিন: