কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কবে, জেনে নিন

সময় ট্রিবিউন | ২৬ সেপ্টেম্বর ২০২১, ০৫:৫৬

ভর্তি পরীক্ষা-ফাইল ছবি

অতিমারি করোনাভাইরাসের কারণে আটকে থাকা ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা নিতে যাচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো।

এক বছরের বেশি সময় পর করোনাভাইরাসের প্রকোপ কমে আসায় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি পরীক্ষার নতুন সময়সূচি জানিয়েছে।

এরই মধ্যে ভর্তি পরীক্ষা হয়ে যাওয়ায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে ২০ সেপ্টেম্বর থেকে ভর্তির কার্যক্রমও শুরু হয়েছে।

আর শনিবারই ৬০ আসনের বিপরীতে ভর্তি পরীক্ষা নিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়
মহামারীর কারণে এবার প্রথম ক্যাম্পাসের বাইরে বিভাগীয় শহরগুলোতে ভর্তি পরীক্ষা নিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ‘ক’ ইউনিট দিয়ে ৮টি বিভাগীয় শহরে এই পরীক্ষা শুরু হবে ১ অক্টোবর।

এরপর ২ অক্টোবর ‘খ’ ইউনিটের, ২২ অক্টোবর ‘গ’ ইউনিটের, ২৩ অক্টোবর ‘ঘ’ ইউনিটের ও ৯ অক্টোবর ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা নেবে বিশ্ববিদ্যালয়টি।

এর বাইরে ১১ অক্টোবর ব্যবসায় প্রশাসন ইন্সটিটিউটের (আইবিএ) ভর্তি পরীক্ষা হবে। ভর্তি সংক্রান্ত তথ্য (https://admission.eis.du.ac.bd) ওয়েবসাইটে পাওয়া যাবে।

এর আগে এই পরীক্ষা ৩১ জুলাই থেকে ১৪ অগাস্ট এর মধ্যে হওয়ার কথা ছিল, যা করোনাভাইরাসের কারণে পিছিয়ে যায়।

২০ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা

এবারই প্রথমবার সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে ২০টি বিশ্ববিদ্যালয়। ১৭ অক্টোবর ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা দিয়ে শুরু হচ্ছে গুচ্ছ ভর্তি পরীক্ষা; পরে ‘বি’ ইউনিটে ২৪ অক্টোবর এবং ‘সি’ ইউনিটে ১ নভেম্বর পরীক্ষা নেওয়া হবে।

এ সংক্রান্ত বিস্তারিত তথ্য (https://gstadmission.ac.bd/) ওয়েবসাইটে পাওয়া যাবে।

গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয় হল- জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়

১০ জুন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে যায় মহামারী পরিস্থিতিতে।

নতুন সূচি অনুযায়ী, ২০ ও ২১ অক্টোবর প্রাক-নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে, বাছাই করা শিক্ষার্থীদের নিয়ে ‘ক’ ও ‘খ’ গ্রুপের চূড়ান্ত পরীক্ষা হবে ৬ নভেম্বর। পরীক্ষা সংক্রান্ত তথ্য জানা যাবে (http://ugadmission.buet.ac.bd/) ঠিকানায়।

প্রকৌশল গুচ্ছের ভর্তি পরীক্ষা

চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীর প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষা ১২ অগাস্ট নেওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়।

১৩ নভেম্বর ‘ক’ ও ‘খ’ গ্রুপের পরীক্ষার পাশাপাশি ‘মুক্তহস্ত অংকন’ পরীক্ষাও নেওয়া হবে। এই পরীক্ষার তথ্য পাওয়া যাবে (https://admissionckruet.ac.bd/) ওয়েবসাইটে।

কৃষি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা

কৃষি বিজ্ঞান বিষয়ে ডিগ্রি প্রদানকারী ৭টি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৭ নভেম্বর। এর আগে ৩১ জুলাই এই পরীক্ষা হওয়ার কথা ছিল।

পরীক্ষা সংক্রান্ত তথ্য (https://admission-agri.org/) ওয়েবসাইটে পাওয়া যাবে।

এই সাত বিশ্ববিদ্যালয় হল- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২০টি গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায়ও থাকছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার রাশিদুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারা কৃষি সংক্রান্ত বিষয়গুলোর শিক্ষার্থী নেবেন কৃষি গুচ্ছের পরীক্ষা থেকে, আর বিবিএ ও সিএসইর শিক্ষার্থী নেওয়া হবে ২০ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা থেকে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২৭ ও ২৮ অক্টোবর ‘বি’ ইউনিট, ২৯ অক্টোবর ‘সি’ ইউনিট, ৩০ ও ৩১ অক্টোবর ‘ডি’ ইউনিট এবং ১ ও ২ নভেম্বর ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এছাড়া ৫ নভেম্বর ‘বি-১’ ও ‘ডি-১’ ইউনিটের পরীক্ষা নেবে কর্তৃপক্ষ। ভর্তি সংক্রান্ত বিস্তারিত (https://admission.cu.ac.bd/) ঠিকানায় পাওয়া যাবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪ অক্টোবর ‘সি’ ইউনিটের (বিজ্ঞান), ৫ অক্টোবর ‘এ’ ইউনিটের (মানবিক), ৬ অক্টোবর ‘বি’ ইউনিটের (বাণিজ্য) পরীক্ষা নেওয়া হবে, পরীক্ষা হবে প্রতিদিন তিন ধাপে।

এর আগে ১৬-১৮ অগাস্টে এই পরীক্ষা নেওয়ার কথা থাকলেও তা স্থগিত হয়ে যায়। পরীক্ষার তথ্য (https://admission.ru.ac.bd/undergraduate/) ওয়েবসাইটে পাবেন ভর্তিচ্ছুরা।

মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের চারটি অনুষদের পরীক্ষা ৪ ও ৫ জুন বিভাগীয় শহর ঢাকা, চট্টগ্রাম, রংপুর ও খুলনায় নেওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়।

১৯ ও ২০ নভেম্বর এই পরীক্ষা নেওয়ার পরিকল্পনা থাকলেও এখনো তা চুড়ান্ত করা হয়নি। বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে (https://applyonline.bsmrmu.edu.bd/Admission/Home) জানানো হয়েছে, “পরীক্ষার সূচি পুনঃনির্ধারণ করা হচ্ছে, যা ওয়েবসাইটে জানানো হবে।”

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১০টি ইউনিটের ভর্তি পরীক্ষা ৭ নভেম্বর থেকে ১৮ নভেম্বরের মধ্যে নেওয়ার পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের।

তবে এখনো চূড়ান্ত সময়সূচি ঠিক করা হয়নি, যা পরবর্তীতে (https://juniv-admission.org/) ওয়েবসাইটে জানানো হবে।

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ২০ অগাস্টের পরীক্ষা স্থগিত করেছে। তবে ২৬ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষার্থীদের প্রবেশ পত্র সংগ্রহ করতে হবে। আগামী ১২ নভেম্বর এই পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে।

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

আগামী ২৯ ও ৩০ সেপ্টেম্বর গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৯টি বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০ টা থেকে ১২টা ও দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দুই শিফটে পরীক্ষা নেওয়ার তথ্য বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে কর্তৃপক্ষ।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর