ঢাকা: কবি, গবেষক ও সাংবাদিক দিদার মালেকীর নতুন বই ‘শ্রমণ দিনের যাপন’ প্রকাশিত হয়েছে৷ আগামী প্রকাশনী থেকে প্রকাশিত ‘শ্রমণ দিনের যাপন’ পাওয়া যাচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত অমর একুশে বইমেলার ৭ নম্বর প্যাভিলিয়নে।
বইটির প্রকাশক ওসমান গণি জানান, ‘শ্রমণ দিনের যাপন’ কাব্যিক ঢংয়ে বলা বাংলার বিভিন্ন জনপদে ছড়িয়ে ছিটিয়ে থাকা মাধুর্যমণ্ডিত ঐতিহ্য আর নানান বর্গীয় মানুষের জীবনাচারের বয়ান।
তিনি বলেন, ‘শ্রমণ দিনের যাপন’ গ্রন্থটির মূল্য রাখা হচ্ছে ১৫০ টাকা। এর প্রচ্ছদ এঁকেছেন কবি ও সাংবাদিক রহমান মুফিজ। বইটি মেলায় পাওয়া যাবে সোহরাওয়ার্দী উদ্যানে আগামী প্রকাশনীর ৭ নম্বর প্যাভিলিয়নে৷ এছাড়া অনলাইনে রকমারি ডট কম থেকেও পাঠকরা কিনতে পারবে।
এই বিভাগের অন্যান্য খবর
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: