১ অক্টোবর খুলছে শেকৃবির আবাসিক হল

সময় ট্রিবিউন | ২২ সেপ্টেম্বর ২০২১, ০৬:০৩

শেকৃবি-ফাইল ছবি

অতিমারি করোনাভাইরাসের কারণে দীর্ঘ বন্ধের পর আগামী ১ অক্টোবর খুলে দেয়া হচ্ছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হল।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভার অনুমোদন সাপেক্ষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশিদ ভুঁইয়া।

তিনি বলেন, টিকা সনদ কার্ড (কমপক্ষে ১ ডোজ) ও আইডি কার্ড দেখিয়ে ছাত্রদের হলে প্রবেশ করতে হবে। কোনো অছাত্র, বহিরাগত হলে অবস্থান করতে পারবে না। নিজ নিজ হলের নিয়ম-শৃঙ্খলা মেনে চলতে হবে।

তিনি বলেন, ১ অক্টোবর সকল অনলাইন পরীক্ষা বন্ধ থাকবে। পরীক্ষা ও ক্লাসের বিষয়ে ডিনরা সিদ্ধান্ত নেবেন। যারা এখনো টিকা দেয়নি, তাদেরকে দ্রুত রেজিস্ট্রেশন করে টিকা গ্রহণের জন্য অনুরোধ থাকবে। ক্যাম্পাসে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর