যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ২০ এপ্রিল ঘোষিত করোনা পরীক্ষার ফলাফলে যশোরের ১৪৭ জনের নমুনা পরীক্ষা করে ৪২ জনের, মাগুরার ৩৩ জনের নমুনা পরীক্ষা করে ৭ জনের নমুনাতে কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে।
পরীক্ষণ দলের সদস্য ও অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদ সময় ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন।
উল্লেখ্য, যবিপ্রবির ল্যাবে মোট ১৮০ জনের নমুনা পরীক্ষা করে ৪৬ জনের কোভিড-১৯ পজিটিভ এবং ১৩৪ জনের নেগেটিভ ফলাফল এসেছে। পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন অফিসে প্রেরণ করা হয়েছে।
এই বিভাগের অন্যান্য খবর
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: