ঢাবিতে শিক্ষক ও শিক্ষার্থীদের ডোপ টেস্টের সিদ্ধান্ত

সময় ট্রিবিউন | ১ সেপ্টেম্বর ২০২১, ০৮:৩১

ঢাকা বিশ্ববিদ্যালয় লোগো-ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক ও শিক্ষার্থীদের ডোপ টেস্ট করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৩১ আগস্ট) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।

ডোপ টেস্ট কবে থেকে শুরু হবে এমন প্রশ্নে অধ্যাপক ড. মাকসুদ কামাল বলেন, আমরা এটা এখন থেকে শুরু করব। ডোপ টেস্ট শুরুর আগে প্রস্তুতি প্রয়োজন আছে। সেই প্রস্তুতির জন্য আমাদের মেডিকেলের ডিনকে আহ্বায়ক করে একটি কমিটি করা হয়েছে। কমিটি কবে থেকে শুরু করবে, কীভাবে শুরু করবে তার একটি নীতিমালা প্রণয়ন করবে।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর