ময়মনসিংহ নগরীর টাউনহল মোড়ে প্রতীকী ক্লাসের আয়োজন করে প্রগতিশীল ছাত্রজোট। শিক্ষার্থীদের দ্রুত করোনাভাইরাসের টিকা (ভ্যাকসিন) দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানান তারা। ক্লাসটি নেন মুকুল নিকেতন বিদ্যালয়ের সাবেক শিক্ষক মোতাহার হোসেন।
পরে কর্মসূচিতে শিক্ষার্থী বক্তারা বলেন, করোনার অজুহাতে ১৭ মাস ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এর ফলে ইতোমধ্যে ৩০ ভাগের ওপরে শিক্ষার্থী পড়াশোনা ছেড়ে দিয়েছে। অসংখ্য নারী শিক্ষার্থী বাল্য বিবাহের শিকার হয়েছে। অনেক শিক্ষার্থী মোবাইল গেম, ইন্টারনেট, পর্নোগ্রাফিতে আসক্ত হয়েছে। কারণ শতকরা ৭০-৮০ ভাগ শিক্ষার্থী অনলাইন শিক্ষার সুযোগবঞ্চিত রয়েছে বলে জানান তারা।
তারা আরও বলেন, এভাবে বছরের পর বছর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে শিক্ষার্থীদের ভবিষ্যত অনিশ্চয়তার মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে। সব শিক্ষার্থী-শিক্ষক ও অভিভাবকদের দাবি দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার। কিন্তু সরকার আজ পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কোন কার্যকর পদক্ষেপ নেয়নি।
আপনার মূল্যবান মতামত দিন: