১৫ আগস্ট জাতীয় শোকদিবস-২০২১ পালন উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)।
সোমবার (৯ আগস্ট) রাতে উপাচার্য মহোদয়ের আদেশক্রমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস-২০২১ পালন উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সরকারি স্বাস্থ্য বিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে কর্মসূচি গ্রহণ করেছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ১৫ আগস্ট (রবিবার) সূর্যোদয়ের সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে জাতীয় পতাকা (অর্ধনমিত) ও কালো পতাকা উত্তোলন এবং কালো ব্যাজ ধারণ করা হবে। এদিন সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের মুজিব মঞ্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হবে। বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে কোরআন খতম, দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হবে।
এছাড়াও রাত ৮ টায় ভার্চুয়াল মাধ্যমে অনলাইন আলোচনা সভা অনুষ্ঠিত হবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।
আপনার মূল্যবান মতামত দিন: