জবি শিক্ষার্থীদের ফি প্রদান ও মিড পরীক্ষার সময়সীমা বৃদ্ধি

শিবলী নোমান, জবি প্রতিনিধি | ১৪ জুলাই ২০২১, ০৪:১৪

ছবি : সময় ট্রিবিউন

করোনাভাইরাসের সংক্রমণের হার আকস্মিকহারে বেড়ে যাওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক, শিক্ষার্থী এবং পরীক্ষা সংশ্লিষ্ট সকলের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি বিবেচনা করে সেমিস্টার ফাইনাল পরীক্ষা স্থগিত করে ভর্তি ও পরীক্ষার ফি এবং মিড নেয়ার সময়সীমা বাড়ানো হয়েছে।

মঙ্গলবার (১৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে বর্তমানে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী এবং পরীক্ষা সংশ্লিষ্ট সকলের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি বিবেচনা করে পূর্ব ঘোষিত ২৭ জুন ২০২১ তারিখের মধ্যে যে সকল শিক্ষার্থীরা ভর্তি হতে পারে নাই, তাদেরকে আগামী ১৬ আগস্ট ২০২১ তারিখের মধ্যে অনলাইন-এর মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এ বিষয়ে রেজিস্ট্রার দপ্তরের একাডেমিক শাখা ও বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, পূর্ব ঘোষিত ২৯ জুন তারিখের মধ্যে (সকল সেমিস্টারের) যে শিক্ষার্থীরা ফরম পূরণ করতে পারে নাই, তারা আগামী ১৮ আগস্ট ২০২১ তারিখের মধ্যে জরিমানা ছাড়া অনলাইন-এর মাধ্যমে ফরম পূরণ সম্পন্ন করতে পারবে। এ বিষয়ে সকল ইনস্টিটিউট ও বিভাগ এবং বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

আরো বলা হয়েছে, পূর্ব ঘোষিত ১৮ জুলাই ২০২১ তারিখের পরিবর্তে, কোর্স শিক্ষক নিজ বিবেচনায় সর্বোত্তম পদ্ধতিতে (অ্যাসাইনমেন্ট, গুগল ফরমে, ভাইভা, এমসিকিউ, কুইজ, ইত্যাদি) ১৮ আগস্ট ২০২১ তারিখের মধ্যে সুবিধাজনক সময়ে মিডটার্ম পরীক্ষা সম্পন্ন করবেন। অনলাইন-এর মাধ্যমে পাঠদান কর্মসূচি যথারীতি অব্যাহত থাকবে।

এর আগে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির এক জরুরি সভায় করোনা পরিস্থিতির অবনতির কারণে আগামী ১০ আগস্ট থেকে সেমিস্টার পরীক্ষা শুরু হওয়ার যে সিদ্ধান্ত হয়েছিল তা স্থগিত করা হয়েছে এবং পরবর্তীতে চার সপ্তাহ সময় দিয়ে পরীক্ষার নতুন তারিখ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

চলতি বছরের ১৩ জুন অ্যাকাডেমিক কাউন্সিলের মিটিংয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আটকে থাকা বিভিন্ন বর্ষের পরীক্ষাসমূহ ১০ আগস্ট থেকে শুরু করার সিদ্ধান্ত নেয়া হয় এবং শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া ২৭ জুনের মধ্যে ও সব সেমিস্টারের ফরম পূরণ ২৯ জুনের মধ্যে অনলাইনে করার নির্দেশনা দেয়া হয়। পরবর্তীতে তা ১২ জুলাই পর্যন্ত ভর্তি এবং ১৪ জুলাই পর্যন্ত ফরম পূরণ করার সময় বাড়ানো হয়।

এছাড়াও করোনাভাইরাস মহামারি পরিস্থিতি বিবেচনায় ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের ২০ মার্চের ধারাবাহিকতায় ২০২১ সালের ১৪ জুলাই পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থীদের সব ধরনের বিলম্ব ফি মওকুফ করা হয়েছিলো।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
  1. মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে সমাবেশ শুরু
    মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে সমাবেশ শুরু
  1. ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ
    ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ
  1. শেরপুরে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে কফি চাষ
    শেরপুরে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে কফি চাষ
  1. সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার মারা গেছেন
    সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার মারা গেছেন
জনপ্রিয় খবর