জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার পরীক্ষা স্থগিত

শিবলী নোমান, জবি প্রতিনিধি | ১৩ জুলাই ২০২১, ০০:০১

ছবি : সময় ট্রিবিউন
বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতি অবনতি হওয়ার কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ১০ আগষ্ট থেকে অনুষ্ঠিতব্য সেমিস্টার ফাইনাল পরীক্ষা স্থগিত করা হয়েছে৷ পরবর্তী তারিখ পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে  চার সপ্তাহ আগে জানানো হবে।
 
সোমবার (১২ জুন) জগন্নাথ বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক ফোনালাপে এতথ্য নিশ্চিত করেছেন।
 
তিনি বলেন, করোনা পরিস্থিতির কথা বিবেচনা করা ১০ আগস্ট থেকে অনুষ্ঠিতব্য পরীক্ষা স্থগিত করা হয়েছে। করোনা পরিস্থিতির উন্নতি হলে পরবর্তীতে নতুন তারিখ ঘোষণা করা হবে।
 
বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. এ কে এম মনিরুজ্জামান বলেন, অনলাইনে জরুরি এক সভায় সকল ডিনদের উপস্থিতিতে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষার পরবর্তী তারিখ কমপক্ষে তিন চার সপ্তাহ আগে জানানো হবে৷
 
এর আগে, চলতি বছরের ১৩ জুন একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আটকে থাকা বিভিন্ন বর্ষের পরীক্ষাসমূহ ১০ আগস্ট থেকে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং কুরবানি ইদের আগে ১৮ জুলাইয়ের মধ্যেই দুই সেমিস্টারের সকল মিডটার্ম ও এসাইনমেন্ট শেষ করার নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।


আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর