শারীরিক অসুস্থতায় জবি শিক্ষার্থী রিমির মৃত্যু

সময় ট্রিবিউন | ১২ জুলাই ২০২১, ২২:২০

ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ২০১৭-১৮ শিক্ষাবর্ষের (১৩তম আবর্তন) শিক্ষা গবেষণা ও ইন্সটিটিউট (আইইআর) বিভাগের শিক্ষার্থী রাহাত আরা মিমি শারীরিক অসুস্থতায় মৃত্যুবরণ করেছেন। রোববার সন্ধায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) মৃত্যুবরণ করেন৷

রবিবার (১১ জুন) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল সাংবাদিকদের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

জানা যায়, মিমির দেশের বাড়ি বগুড়া জেলায় হলেও থাকতেন মিরপুর এলাকায়। তিনি দীর্ঘ একবছর ধরেই অসুস্থ ছিলো৷ রবিবার সকালে গুরুতর এট্যাক খিচুনি ও জ্বর আসলে প্রথমে তাকে ইসলাম ব্যাংক হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯ টায় সে মৃত্যুবরণ করেন।

তার অকাল মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর