জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক সাঈদা নাসরিন বাবলি মৃত্যুবরণ করেছেন। তিনি দীর্ঘ ১৬ দিন করোনা, ডেঙ্গু জ্বর এবং ব্রেইন স্ট্রোক করে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিলেন।
বুধবার ভোরে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার স্বামী ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার এ বি এম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।
জানা যায়, তিনি করোনা আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়ে সুস্থ হওয়ার পর ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় গত দুইদিন আগে ব্রেইন স্ট্রোক করেন। তারপর চিকিৎসকরা তাকে পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখেন।
তার মৃত্যু খবরের সত্যতা নিশ্চিত করে জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নূরে আলম আবদুল্লাহ ফেসবুক স্ট্যটাসে লিখেন, ‘আমাদের সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন প্রিয় বাবলি। কিছুতেই তাকে আমরা ফেরাতে পারলাম না। মহান আল্লাহ বাবলিকে জান্নাতুল ফেরদৌস দান করুন’।
তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে জবির শিক্ষক-শিক্ষার্থীদের। সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশে করে পোস্ট দিয়েছেন অনেকেই।
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দীর্ঘদিন রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসারত ছিলেন তিনি। এরমধ্যে করোনা, কিডনি সমস্যা ও ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন তিনি।
উল্লেখ্য, সাঈদা নাসরিনের বাড়ি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলায়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গোল্ড মেডেল পাওয়া এই শিক্ষিকা ৩২ তম বিসিএস পরীক্ষায় শিক্ষা ক্যাডারে হয়েছেন প্রথম। তার লিখা বেশ কিছু বই রয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: