কয়রায় পাবলিক ইউনিভার্সিটি 'ল' স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

সময় ট্রিবিউন | ৩০ জুন ২০২১, ০৪:৫২

ফাইল ছবি

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে অধ্যায়নরত কয়রা উপজেলার শিক্ষার্থীদের সংগঠন পাবলিক ইউনিভার্সিটি ‘ল’ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (২৯ জুন) বিকালে সংগঠন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী বিপ্লব কান্তি সরকারকে আহ্বায়ক এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) অয়েছ কুরুনি রুম্মান ও খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) আওছাফুর রহমান দুর্জয়কে যুগ্ম-আহ্বায়ক করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন- আরিফুল ইসলাম, সাজিদুল ইসলাম, তামান্না আজাদ, গাজী আল-আমিন, মোহাম্মদ রাজিবুল্লাহ ও আলমগীর হোসেন সিয়াম।

এছাড়া সংগঠনটির উপদেষ্টারা হলেন- ‘ল’ কমিশন বাংলাদেশের পি.এস টু অনারেবল চেয়ারম্যান (জেয়েন্ট ডিস্ট্রিক্ট এন্ড সেশনজজ) মো’তাছিম বিল্লাহ, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের সহকারী জজ ফারুক আযম ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শিশির মোহাম্মদ বেলাল।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর