হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থীদের করোনা টিকা প্রদানের জন্য দিনাজপুর জেলা সিভিল সার্জনের সাথে যোগাযোগ করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।
উক্ত কমিটিতে আহ্বায়ক হিসেবে আছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোহাম্মদ ফজলুল হক।
এছাড়া সদস্য হিসেবে আছেন হল কাউন্সিল সভাপতি প্রফেসর ড.গোলাম রব্বানী, হাবিপ্রবির প্রক্টর প্রফেসর ড. খালিদ হোসেন এবং চিফ মেডিকেল অফিসার ডা.মোহাম্মদ নজরুল ইসলাম।
উক্ত কমিটিতে সদস্য সচিব হিসেবে আছেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড.ইমরান পারভেজ।
উল্লেখ্য, কবে নাগাদ বিশ্ববিদ্যালয় করোনা টিকা কার্যক্রম শুরু হবে তা বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের জানিয়ে দিবে। করোনার টিকার সর্বপ্রথম চালান আসলে তাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অগ্রাধিকার পাবে বলে জানা গেছে ইতিমধ্যে।
আপনার মূল্যবান মতামত দিন: