শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত ২৫ জুনের পর

বিএসএমএমইউ | ২০ জুন ২০২১, ০৫:০৯

ফাইল ছবি

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন বলেছেন, দেশে চলমান করোনা ভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। ৩০ জুনের পর স্কুল-কলেজ খোলা হবে নাকি চলমান ছুটি আরও বাড়বে সে বিষয়ে ২৫ জুনের পর সিদ্ধান্ত জানাবে শিক্ষা মন্ত্রণালয়।

তিনি বলেন, আমরা প্রতিদিনই পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী সংক্রমণ ৫ শতাংশে নেমে না আসলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সম্ভব হবে না। বর্তমানে সংক্রমণের হার ১৫ শতাংশের কাছাকাছি। এই অবস্থায় স্কুল-কলেজ খোলার ঝুঁকি নিতে চাই না।

শনিবার (১৯ জুন) গণমাধ্যমের সাথে আলাপকালে এসব কথা বলেন শিক্ষা সচিব।

আগামী ১৫ জুলাই পর্যন্ত চলমান বিধিনিষেধ বাড়ানো হয়েছে, ২২ জুলাই ঈদুল আজহা। এই অবস্থায় ঈদের আগে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সম্ভব কিনা— এমন প্রশ্নের জবাবে শিক্ষা সচিব আরও বলেন, কবে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা যাবে সেটি এই মুহূর্তে বলা মুশকিল। কেননা এখন সংক্রমণ ঊর্ধ্বমুখী। স্কুল-কলেজ খোলা প্রসঙ্গে ২৫ জুনের পর জানিয়ে দেয়া হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর