জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) করোনা পরিস্থিতির কারণে আটকে থাকা সেমিস্টার পরীক্ষাগুলোর সিদ্ধান্ত ১৩ জুন নেয়া হবে।
মঙ্গলবার (৮ জুন) উপাচার্য অধ্যাপক ড.মো ইমদাদুল হক এর সভাপতিত্বে তার কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
এ বিষয়ে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রবীন্দ্রনাথ মণ্ডল জানান, ‘আমরা জুলাইয়ে পরীক্ষা নেব তার আগে ১০ দিনের রিভিউ ক্লাস হবে অনলাইনে। আমরা আগে প্রতিটি ব্যাচের প্রথম সেমিস্টার পরীক্ষা নেব। পরীক্ষা শুরুর আগে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে একটি পরিকল্পনা নেয়া হবে, যেন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ভিড় বেশি না হয়।’
পরীক্ষার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘প্রথম সেমিস্টারের প্রথম মিডটার্ম পরীক্ষা সব বিভাগেই নেয়া শেষ। এ ক্ষেত্রে দ্বিতীয় মিডটার্ম পরীক্ষা অ্যাসাইনমেন্ট, কুইজ, ভাইভা অথবা প্রেজেন্টেশনের মাধ্যমে নেয়ার জন্য শিক্ষকদের বলা হতে পারে। এ বিষয়ে শিক্ষকদের ছাড় দেয়া হবে। মোটকথা ফাইনাল পরীক্ষার আগে সশরীরে অন্য কোনো পরীক্ষা নেয়া যাবে না। কোর্সের ফাইনাল পরীক্ষার আগেই মিডটার্ম পরীক্ষা নিতে হবে।’
এ বিষয়ে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. এ কে এম মনিরুজ্জামান বলেন, ‘আমরা সশরীরে পরীক্ষা নেব। পরীক্ষার তারিখ ১৩ জুন অ্যাকাডেমিক কাউন্সিলের বৈঠকের মাধ্যমে জানিয়ে দেয়া হবে। তবে রিভিউ ক্লাস ও অ্যাসাইনমেন্ট অনলাইনে নেয়া হবে।’
সভায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, সকল অনুষদের ডীন, ইন্সটিটিউটসমূহের পরিচালক, রেজিস্ট্রার, বিভাগীয় চেয়ারম্যান বৃন্দ, প্রক্টর, ছাত্রকল্যাণ পরিচালক, পরীক্ষা নিয়ন্ত্রক ও পরিবহণ প্রশাসক উপস্থিত ছিলেন।
আপনার মূল্যবান মতামত দিন: