১৩ জুন খুলছে না মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ: শিক্ষা উপমন্ত্রী

সময় ট্রিবিউন | ৭ জুন ২০২১, ০৭:৩০

-ফাইল ছবি

করোনাভাইরাস পরিস্থিতির কারণে আগামী ১৩ জুন মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ খুলছে না বলে জানিয়েছেন। শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান নওফেল।

রোববার গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় চলমান বিধিনিষেধ ১৬ জুন পর্যন্ত বাড়িয়েছে সরকার। এর ফলে ১৩ জুন থেকে মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ খুলছে না।’

শিক্ষা উপমন্ত্রী আরও বলেন, ‘এ বিষয়ে অন্যান্যদের সঙ্গে আলোচনা সাপেক্ষে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।’

এর আগে, গত ২৬ মে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছিলেন, ‘করোনা পরিস্থিতি অনুকূলে থাকলে ১৩ জুন থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। আর বিশ্ববিদ্যালয় খোলার বিষয়টি নির্ভর করছে শিক্ষার্থীদের টিকা দেওয়ার ওপর।’



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর