মেডিকেলের ভর্তি পরীক্ষা সম্পন্ন

সময় ট্রিবিউন | ২ এপ্রিল ২০২১, ২১:০৮

ফাইল ছবি

সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে  ২০২০-২১ শিক্ষাবর্ষের এমবিবিএসের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত পরীক্ষা গ্রহণ করা হয়।

সারাদেশের ১৯ কেন্দ্রের ৫৫ ভেন্যুতে এক লাখ ২২ হাজার ৮৭৪ ভর্তিচ্ছু শিক্ষার্থীর পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিল।

করোনা মহামারির উচ্চ সংক্রমণের মধ্যে ভর্তি পরীক্ষা আয়োজনে আপত্তি তুলেছিলেন কিছু অভিভাবক ও শিক্ষার্থী। তবে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে পূর্বনির্ধারিত সময়ে পরীক্ষা আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা ও জনশক্তি উন্নয়ন) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবিব জানান, এমবিবিএস ভর্তি পরীক্ষার জন্য গতকাল বৃহস্পতিবার সকাল থেকে সারাদেশের কেন্দ্রগুলোতে প্রশ্নপত্র পাঠানো শুরু হয়। বিকেলের মধ্যে সব কেন্দ্রে প্রশ্নপত্র পৌঁছানো হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর