জাতীয় বিশ্ববিদ্যালয়ের  ভিসি হলেন অধ্যাপক মশিউর রহমান

সময় ট্রিবিউন | ৩১ মে ২০২১, ০৩:৪৩

অধ্যাপক মশিউর রহমান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির সদ্য সাবেক সহ–উপাচার্য অধ্যাপক মশিউর রহমান। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদ তাকে এ নিয়োগ দেন। এ বিষয়ে আজ রোববার (৩০ মে) পরিপত্র জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

মশিউর রহমান জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বে অধ্যাপক হারুন-অর-রশিদের স্থলাভিষিক্ত হচ্ছেন। অধ্যাপক হারুন গত ৫ মার্চ উপাচার্য হিসেবে তার দ্বিতীয় মেয়াদ পূর্ণ করেন। পরে গত ১৬ মার্চ এই পদে অধ্যাপক মশিউর রহমানকে রুটিন দায়িত্ব পালন করতে বলেছিল সরকার। এবার তাকে উপাচার্যের আনুষ্ঠানিক দায়িত্ব দিয়ে রোববার আদেশ জারি করল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

আদেশে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী অধ্যাপক মশিউর রহমানকে চার বছরের জন্য উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ এ নিয়োগ অনুমোদন করেছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তিনি সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। রাষ্ট্রপতি প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর