ভিডিগুড প্রফেশনাল এসোসিয়েশনের আন্তর্জাতিক ইয়াং সায়েন্টিস্ট অ্যাওয়ার্ড পেলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ এম এম গোলাম আদম।
বুধবার ( ২৬ মে) সকালে ভিডিগুড কর্তৃপক্ষ কর্তৃক একটা ই-মেইলের মাধ্যমে উক্ত বিষয়টি নিশ্চিত করা হয়।
জানা যায়, ভিডিগুড সংগঠনটি ইন্ডিয়ান ট্রাস্ট অ্যাক্ট এর একটি রেজিস্ট্রাড প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রথমে বিভিন্ন পেশার মানুষদের তাদের বাছাইকৃত মানদন্ডের ভিত্তিতে মেইল করা হয়। এরপর আগ্রহী প্রার্থীরা তাদের বিভিন্ন বিভাগের অ্যাওয়ার্ডে মনোনীত হওয়ার জন্য আবেদন করে থাকেন। ইন্টারন্যাশনাল সায়েন্টিস্ট অ্যাওয়ার্ড এর ক্ষেত্রে ২৪-৮৪ বছর বয়সী বিজ্ঞানীগন আবেদন করতে পারেন,যারা মূলত highly cited research professional এবং যারা গবেষণা ক্ষেত্রে বিভিন্ন সমস্যা সমাধানে অদম্য ভূমিকা পালন করছেন।
এবিষয়ে জনতে চাওয়া হলে সহযোগী অধ্যাপক ড.এ এম এম গোলাম আদম বলেন,কর্মক্ষেত্রে এ ধরনের পুরষ্কার অবশ্যই আমার জন্য অনুপ্রেরণামূলক। আমি নিজেকে একজন ভাল মানের গবেষক হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই যাতে আমার গবেষণার ফলাফল থেকে মাঠ পর্যায়ের একজন কৃষকও সরাসরি উপকৃত হতে পারেন।
পাশাপাশি তিনি আরো বলেন, সেমিনার আগস্টে ২৮-২৯ তারিখে অনুষ্ঠিত হবে। এই পেন্ডেমিকে ভারতে যাওয়া নিয়ে দ্বিধাবোধ করছি। তাই তারা আমাকে ইয়াং সায়েন্টিস্ট অ্যাওয়ার্ড এর জন্য ডিক্লার করলেও রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করিনি।
উল্লেখ, এই অ্যাওয়ার্ড মূলত প্রকাশিত গবেষণা ও বই, গবেষণা অনুদান, দেশীয় ও বিদেশী সেমিনারে উপস্থাপিত পেপারের সংখ্যা, প্রফেশনাল মেম্বারশীপ, জার্নালে এডিটরিয়াল সংযুক্তি, গবেষণা ইন্টারেস্ট, নিজস্ব তত্বাবধায়নে গবেষক/ছাত্র-ছাত্রীর সংখ্যা ইতাদি সামগ্রীগ বিষয়ের উপর ভিত্তি করে দেওয়া হয়।
এই বিভাগের অন্যান্য খবর
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: