ফিলিস্তিনের জন্য অর্থ সহায়তা দিল জবির বায়েকেমিস্ট্রি বিভাগের শিক্ষার্থীরা

জবি প্রতিনিধি | ২০ মে ২০২১, ০২:৩২

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের উপর বর্বরোচিত হামলা চালাচ্ছে ইসরায়েল। এই খারাপ সময়ে বিভিন্ন দেশের মতো বাংলাদেশও ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে। এবার ফিলিস্তিনের পাশে দাড়িয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বায়োকেমিস্ট্রি বিভাগের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৮ মে) বাংলাদেশে ফিলিস্তিন দূতাবাসে ইসরায়েলের সহিংসতায় আহত মানুষদের জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলায় বায়োলজি বিভাগের ৩য় ব্যাচের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, আমরা ভাবছিলাম তাদের জন্য কিছু করা যায় কিনা। এরপর সকলে সিদ্ধান্ত নিলাম যে যতটুক পারি সাহায্য করব। তারপর আমরা তাদের জন্য আমাদের এই সামান্যতম অর্থ সহায়তা প্রদান করি।

বায়োকেমিস্ট্রি বিভাগের শিক্ষার্থী রাইনুমা শিফা বলেন, আমরা আসলে তাদের পাশে দাড়ানোর চেষ্টা করেছি। আমরা যে যেভাবে যতটুক পারি তাদের সাহায্য করি। ভাল থাকুক পৃথিবীর সকল মানুষ।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর