ঢাবির চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ 

সময় ট্রিবিউন ডেস্ক | ৬ জুন ২০২৩, ০০:৩৫

সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইউনিটে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে ১৩০টি আসনের বিপরীতে আবেদন পড়েছিল ৭ হাজার ৯৬টি। আসন প্রতি প্রায় ৫৪ জন প্রার্থী পরীক্ষায় অংশ নেয়। এবছর পাশ করেছেন ২১২ জন।
 
আজ সোমবার (৫ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আবদুল মতিন চৌধুরী ভার্চ্যুয়াল শ্রেণিকক্ষে এই ফল ঘোষণা করেন উপাচার্য মো. আখতারুজ্জামান।
 
প্রকাশিত ফল অনুযায়ী, চারুকলা ইউনিটে ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন সৌম্যদীপ্ত মণ্ডল।
 
সৌম্যদীপ্তের সর্বমোট প্রাপ্ত নম্বর ১০২। তিনি ঢাকা কলেজের শিক্ষার্থী ছিলেন। তিনি বিজ্ঞান বিভাগ থেকে এ বছর উচ্চমাধ্যমিক পাস করেন।
 
ফলাফল প্রকাশের পর তা ওয়েবসাইটে দেখা যাবে বলে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।
 
এসটি/এসকে


আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর