আমেরিকার ভিসানীতিতে শিক্ষার্থীদের কোনো সমস্যা নেই: শিক্ষামন্ত্রী

সময় ট্রিবিউন ডেস্ক | ১ জুন ২০২৩, ০১:৪৯

সংগৃহীত

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমেরিকার নতুন ভিসানীতির কারণে দেশের বাইরে লেখাপড়ার ক্ষেত্রে শিক্ষার্থীদের কোনো সমস্যা হবে না। তবে সাবধান থাকতে হবে তাদের থেকে, যারা ঘোষণা দিয়ে নির্বাচন বয়কট করে; নির্বাচন প্রতিহত করার চেষ্টা করে এবং নির্বাচন প্রতিহতের নামে দেশের মানুষের জানমালের ক্ষতি করে।

আজ বুধবার (৩১ মে) দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রবীন্দ্র কাছারি বাড়িতে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) ও ইয়াং বাংলার উদ্যোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। এরই ধারাবাহিকতায় গণতান্ত্রিক পন্থায় বাংলাদেশ নির্বাচন করে আসছি। আগামীতেও স্বাধীন নিরপেক্ষভাবে নির্বাচন হবে।

দীপু মনি বলেন, শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজালের (ডিপিপি) কাজ শেষ হয়েছে। সেটি মূল্যায়ন চলছে, এটি একনেকে এলে তবেই চূড়ান্ত রূপ পাবে। সেটি খুব শিগগির তারা করবেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের হার কমে যাওয়ার প্রশ্নে তিনি বলেন, বিষয়টি আমরা অবশ্যই খতিয়ে দেখবো। এখন উচ্চশিক্ষার ক্ষেত্রে ডিগ্রি পাস করেও অন্য কোনো বিষয়ে উচ্চতর শিক্ষা নেয়ার ব্যবস্থা হচ্ছে। এছাড়া অনেক ডিপ্লোমা কোর্সের ব্যবস্থা রয়েছে। শিক্ষার মান বৃদ্ধিতে আমরা কাজ করে চলছি।

এ সময় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শাহ আজম, সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান তুহিনসহ সিআরআই ও ইয়াং বাংলার সদস্যরা উপস্থিত ছিলেন।

এসটি/এসকে



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর